
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপি দলীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্যাডে হাবিবুর রহমান হাবিবের নাম উল্লেখ করে চিঠি দেওয়া হয়।
চূড়ান্ত প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ায় হাবিবুর রহমান হাবিবের অনুসারী বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ শুরু হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আনন্দ প্রকাশ করে হাবিবুর রহমান হাবিবকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
হাবিব অনুসারী ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইমরুল কায়েস সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৭ ডিসেম্বর পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাবিবুর রহমান হাবিবের নাম চূড়ান্ত হয়। তবে বুধবার কাগজপত্র পেয়েছি।
উল্লেখ্য, পাবনা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আহ্বায়ক কমিটির সদস্য জামিল আক্তার এলাহী এবং ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু।
তারা তিনজনই সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।