ঢাকা বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ঘন কুয়াশায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

ঘন কুয়াশায় ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া-তাড়াশ আঞ্চলিক সড়কের কদমতলী ব্রিজ সন্নিকটে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আকাশ চন্দ্র মাহাতো (১৭) নিহত হয়েছে।

সে একই এলাকার গোতিথা গ্রামের চঞ্চল চন্দ্র মাহাতোর ছেলে। রায়গঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, বুধবার সন্ধ্যা রাতে আকাশ মোটরসাইকেলযোগে একই এলাকার দোস্তপাড়া যাচ্ছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

মোটরসাইকেল আরোহী নিহত,ট্রলির সঙ্গে সংঘর্ষ,ঘন কুয়াশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত