
সিরাজগঞ্জের র্যাব-১২ ও সিপিএসসি যৌথ অভিযান চালিয়ে বগুড়ার উত্তর সাহাপাড়া এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের মৃত মোকছেদ শেখের ছেলে।
র্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১২ সালের ২৩ আগস্ট সকালে ওই গ্রামে হামলা চালিয়ে সাব্বির নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই হত্যা মামলায় অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক চলতি বছরের ২৭ আগস্ট ওয়াজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। সেইসাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র অধিনায়কের দিক নির্দেশনায় শুক্রবার বিকেলে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।