ঢাকা শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বোয়ালখালীতে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও

বোয়ালখালীতে সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শনে ইউএনও

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

শনিবার (২৭ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে নির্বাচনী প্রস্তুতি তদারকির অংশ হিসেবে এসব কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন করা ভোটকেন্দ্রগুলো হল বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কধুরখীল জলিল আম্বিয়া কলেজ, কধুরখীল স্কুল এন্ড কলেজ, চরণদ্বীপ আব্বাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরণদ্বীপ সিকদারীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারৈপাড়া আহছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরণদ্বীপ ঘাটিয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্র।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ও বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা, নিরাপত্তা ও সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হয়।

বোয়ালখালী,সংসদ নির্বাচন,ভোটকেন্দ্র পরিদর্শন,ইউএনও
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত