ঢাকা রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জে কনকনে শীত ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জে হাড় কাঁপানো শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ভোর রাত থেকে শীত, হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাব আরো বাড়ছে। একই সাথে দেখা মেলেনি

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে সিরাজগঞ্জে প্রচণ্ড শীত, ঘন কুয়াশা ও হিমেল হাওয়া বইছে। শীতে কাঁপছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের মানুষ। শহর বন্দরের দোকানপাটে কেনাকাটাও কমে গেছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে গোটা সিরাজগঞ্জ। এই শীতে গরিব ও অসহায় পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। শহর ও গ্রামাঞ্চলে আগুনের কুণ্ডলী জ্বালিয়ে শীত নিবারণ করছে বিভিন্ন বয়সের মানুষ। শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারে শীত নিবারণের পুরাতন কাপড় সংকট ও মূল্য বৃদ্ধি ঘটছে। এতে অসহায় পরিবারের লোকজন শীতের কাপড় কিনতে পারছেন না।

দুপুরে শহরের বড় বাজার এলাকায় (ফুটপাত) পুরাতন কাপড়ের দোকানদার আলম হোসেনসহ অনেকেই বলেন, কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়েছে। এতে জনসমাগম কমে যাওয়ায় দোকানে তেমন বেচাকানা হচ্ছে না। বেশিরভাগ পরিবারের লোকজন ঘরে অবস্থান করছেন।

যমুনা বিধৌত চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ, এম খোদাদাদ হোসেন বলেন, এ উপজেলার চরাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে এবং শীতার্তদের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট ইউপি প্রশাসক ও চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, ইতোমধ্যেই জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে সাড়ে ৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

সিরাজগঞ্জ,শীত,কুয়াশা,জনজীবন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত