ঢাকা সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জলঢাকায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জলঢাকায় ৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ জলঢাকা আসনে সাতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও দাখিল করেছেন চারজন।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন এর নিকট মনোনয়নপত্র দাখিল করেন তারা।

এর আগে, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ নির্ধারণ করেন নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর হতে মোট সাতটি মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন দলের প্রার্থীরা। এর মধ্যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দুই বারের জলঢাকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা মজলিশে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন সরকার ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রোহান চৌধুরী তাদের সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইমরুল মোজাক্কিন বলেন,‘‘আমার নিকট ৩ জন এবং জেলা প্রশাসকের নিকট ১ জনসহ মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।’’

জলঢাকা,প্রার্থী,মনোনয়নপত্র দাখিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত