
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তরণ পাবলিক স্কুলে বার্ষিক ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ডা. নিলুফার ইয়াসমিন মনি এবং সম্মানিত অভিভাবক মো. আব্দুল মান্নান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী মহিলা আদর্শ (ডিগ্রি) কলেজের সহকারী অধ্যাপক এবং উত্তরণ পাবলিক স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য আলীম আল রেজা নিক্সন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। উত্তরণ পাবলিক স্কুল শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষায় গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিশেষ অতিথিরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাচ, গান ও আবৃত্তিতে শিক্ষার্থীদের প্রতিভা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য উত্তরণ শিক্ষা পরিবারের পক্ষ থেকে সকল অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।