
বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন মন্দির কমিটির আয়োজনে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
রবি ও সোমবার (৪ ও ৫ জানুয়ারি) পৌর শহরের সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা পূর্বক আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট মানেশ সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব বিদ্যুৎ সরকার, যুগ্ম-আহ্বায়ক উমা প্রসাদ ত্রিবেদী, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুরঞ্জন পন্ডিত, সাধারণ সম্পাদক অসীম সাহা, পূজা উদযাপনের সাবেক সভাপতি ড. অরবিন্দ শেখর রায়, কালী বাড়ী মন্দির কমিটির সভাপতি রঞ্জিত সেন, সাধারণ সম্পাদক শ্যামল রায়, দশভুজা মন্দির কমিটির সভাপতি ধীরেশ পত্রনবীশ, শিববাড়ী মন্দির কমিটির সদস্য অমিয় কুমার গুপ্ত, অমর নাথ ত্রিবেদী প্রমুখ।
প্রার্থনা পূর্ব আলোচনায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। বাংলাদেশের মানুষ তাঁর রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন আপোষহীন ও দৃঢ়চেতা একজন রাষ্ট্রনায়ক, যিনি দেশের সংকটময় সময়ে গণতন্ত্র রক্ষায় নিঃস্বার্থভাবে ভূমিকা রেখেছেন, আজকের এই প্রার্থনায় আমরা তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি।