ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জলঢাকায় ৫ জুয়াড়ি আটক

জলঢাকায় ৫ জুয়াড়ি আটক

নীলফামারীর জলঢাকায় জুয়ার আসর থেকে পাঁচ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার কাঁঠালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এস.আই মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন— ওই এলাকার ফরিদুল ইসলাম (৪৫), মোহাম্মদ রহিদুল ইসলাম (৫০), আব্দুল মান্নান (৫৫), ফেরদৌস আলম (৩৪) ও হাসিনুর রহমান (৪৫)।

এ ঘটনায় থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, ‘মামলা দায়েরের পর আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

জলঢাকা,জুয়াড়ি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত