
শেরপুরের নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের ঐতিহ্যবাহী বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মাদ্রাসার মাঠে মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন-এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সহকারী শিক্ষক রোকেয়া আক্তার, নুসরাত জাহান নিপা ও শওকত আলী, সহকারী মৌলভী হযরত আলী, ফুলেছা খাতুন, জেসমিন আক্তার ও তাহেরা সুলতানা প্রমুখ।
আলোচনা সভার পরে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দশটি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৩০ জন, ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিত শিক্ষার্থী তিনজন ও অর্ধবার্ষিক পরীক্ষার ২৫% ও বার্ষিক পরীক্ষার ৭৫% নম্বর মিলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত এক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে প্রাপ্যতার ভিত্তিতে মোট ৩৪ জন কৃতী শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া দশ শ্রেণী শিক্ষক ও পরীক্ষা পরিচালনা কমিটির কাজের মূল্যায়নের স্বীকৃতি স্বরূপ সদস্যদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম।
এসময় সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, সবুজা খাতুন, মুক্তা খাতুন, আয়েশা সিদ্দিকা, মোজাহিদুল ইসলাম, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, লাবনী বেগম ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে পুরস্কার বিতরণ উদ্বোধন করেন।