ঢাকা শনিবার, ১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

নকলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু

শেরপুরের নকলা উপজেলায় বৈদ্যুতিক পাম্পে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকাব আলী (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের ধনাকুশা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাব আলী ধনাকুশা পূর্বপাড়া এলাকার মৃত ছৈয়ন উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং ব্যক্তিজীবনে এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

আকাব আলী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় ও একনিষ্ঠ কর্মী ছিলেন বলে জানিয়েছেন ২নং নকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেফাজ উদ্দিন। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বৈদ্যুতিক সেচ পাম্প ব্যবহারে আরও সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন এলাকার অনেকে।

পরিবার সূত্রে জানা গেছে, আকাব আলী দুপুরের খাবার খেয়ে বাড়ির অদূরে বৈদ্যুতিক পাম্প দিয়ে বোরো খেতে সেচ দিতে যান। এরপরে সন্ধ্যা নেমে আসলেও তিনি বাড়ি ফিরে না আসায় তার ছেলে পাম্পের কাছে গিয়ে দেখেন তার বাবা মাটিতে পড়ে আছেন। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, আকাব আলীকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকগণ নিশ্চিত করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে দাফন করার অনুমতি প্রদানপূর্বক পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নকলা,বৈদ্যুতিক পাম্প,সেচ,কৃষকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত