ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

ডাকাতি করে পালানোর সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় গভীর রাতে সড়কে ডাকাতি করে পালানোর সময় তাৎক্ষণিক পুলিশের অভিযানে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় লুণ্ঠিত মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক ২টায় উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর এলাকার বাগানবাড়ি পাকা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাজিম মিয়া (২৫), মো. দেলোয়ার হোসেন (২৯), জাকির হোসেন (৩২) ও জুবের আহমদ জুবলা (৩০)। তারা কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, রাত ২টার দিকে স্থানীয় বাসিন্দা লাল মিয়া (৪২) মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাঁচজন ডাকাত তাকে পথরোধ করে।

দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা লালের কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। পরে ডাকাত দলটি একটি মাইক্রোবাসযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন ও কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লার নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক চুনঘর এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন হাতে আঘাত পান।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, পালিয়ে যাওয়া অপর ডাকাতকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

৪ ডাকাত গ্রেপ্তার,দেশীয় অস্ত্রসহ,ডাকাতি করে পালানোর সময়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত