
চুয়াডাঙ্গা সদর উপজেলার মমিনপুর রেলগেট নামক স্থানে ট্রেনে কাটা পড়ে আসিফ (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।
আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসিফ চুয়াডাঙ্গা পৌর শহরের ইসলামপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার দুপুরে আসিফ রেললাইন পার হওয়ার সময় পোড়াদহ থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।