
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরতারাবাড়িয়া গ্রামে নিখোঁজের পরদিন সরিষা ক্ষেত থেকে শ্রমিক হাফিজুল ইসলামের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই এলাকার দিয়ারপাড়া গ্রামের মৃত আনসার আলী মন্ডলের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি সাকিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে স্থানীয় ইটভাটায় কাজ শেষ করে বাড়িতে আসেন হাফিজুল ইসলাম। ওইদিন রাতে স্থানীয় বাজারে চা খাওয়ার জন্য বাড়ি থেকে বের হন এবং তিনি আর ওই রাতে বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন মনে করছিলেন, তিনি ইটভাটার কাজে ফিরে গেছেন।
পরদিন সোমবার সন্ধ্যায় ওই গ্রামের একটি সরিষা ক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং মঙ্গলবার সকালে লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত ওই ইটভাটা শ্রমিকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা হয়েছে।