ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

নতুন করে দেশকে গড়ে তুলতে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

নতুন করে দেশকে গড়ে তুলতে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, পুরনো ব্যবস্থা বদলাতে হলে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোটের আয়োজন করা হয়েছে, সেই গণভোটে ‘হ্যাঁ’-কে জয় যুক্ত হতে হবে। তাহলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, তেমনি দেশটা বদলাবে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ কালো কালিতে ছাপা হলেও তা জুলাই শহীদদের রক্তে লেখা হয়েছে। এটা মনে রাখলেই জুলাই সনদ ভূলুণ্ঠিত হবে না। তাই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের আয়োজন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। আগামী দিনে আমরা কেমন বাংলাদেশ চাই? যদি পরিবর্তিত বাংলাদেশ চাই, আগামী প্রজন্মের জন্য নতুন বাংলাদেশ চাই, তাহলে আগামী প্রজন্মের জন্য এই গণভোট। তাই ‘হ্যাঁ’ জয় যুক্ত করতে হবে।

তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ এর জয় হলে, দেশে আর ফ্যাসিস্ট সরকার যেমন ফিরবে না তেমনি আর ফ্যাসিজম তৈরি হবে না। ফ্যাসিজম সৃষ্টি না হলে মানুষের অধিকার আর হরণ হবে না। মানুষ তার অধিকার ফিরে পাবে। বাংলাদেশের মানুষ পারে নিজেদের পরিবর্তন করতে। তারা ফ্যাসিস্টকে হটাতে যেমন পেরেছে তেমনি নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছি।

তিনি আরো বলেন, আগামী দিনে কিভাবে বাংলাদেশ চলবে, সেই পদ্ধতি এই জনগণই নির্ধারণ করে দেবে। তাই জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তেমনি সরকারের সকল প্রশাসনিক কর্মকাণ্ড একপেশে হবে না। পিএসসি তৈরি করে সরকার তার লোকজনকে কোটা বানিয়ে নিয়োগ দিতে পারবে না। জুলাই সনদ বাস্তবায়ন হলে দুর্নীতি কমিশন স্বাধীন হবে। দুদক স্বাধীন হলে বিগত সরকারের মতো ১৬ বছরের লুটপাট আর হবে না।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, অতীতে আরো দুইবার গণভোটের আয়োজন করা হয়েছিল। জিয়াউর রহমান ও জেনারেল এরশাদের সময় গণভোটের আয়োজন করা হয়েছিল। সেই গণভোটে তাদের প্রতি আস্থা আছে কিনা। প্রশ্ন ছিল। কিন্তু এবারের গণভোট প্রফেসর মুহাম্মদ ইউনূস এর প্রতি আস্থার জন্য নয়। যে গণভোটের মাধ্যম তিনি আরো ৫ বছর ক্ষমতায় থাকবেন। এই গণভোট আয়োজন করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য।

পরে একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন, রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান।

এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা বায়োজিদ হুসাইন, মাওলানা আজগর আলী, মাওলানা নজরুল ইসলাম সিদ্দিকী।

সভাপতিত্ব করেন কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আলী সরকার।

বিভাগীয় ইমাম সম্মেলনে রংপুর বিভাগের ৮ জেলার ইমামগণ উপস্থিত ছিলেন।

দেশ,হ্যাঁ ভোট,আলী রীয়াজ,গণভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত