
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার বিসিক মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিবহনের শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় পরিবহনের দুই শ্রমিক গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যার দিকে ওই দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষকারীরা ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি বলে উল্লেখ করেন তিনি।