
ঠাকুরগাঁওয়ে বেশ কিছুদিনের কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কর্মসংস্থান ব্যাংক। “শীতার্তদের জন্য সহমর্মিতা” এই স্লোগানে বুধবার শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শীতার্তদের মাঝে ব্যাংকের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কর্মসংস্থান ব্যাংক ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আসাদুল হক।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির রংপুর বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো: ফাহমিদুর রহমান অনিক, মো: মুঞ্জু রিয়াজুল হক এবং ঠাকুরগাঁও জেলা শাখার ব্যবস্থাপক (এসপিও) মো: ওমর ফারুকসহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিতরণকালে ব্যাংকের ঠাকুরগাঁও জেলা শাখার বিভিন্ন কর্মকর্তা ও শীতবস্ত্র নিতে আসা মানুষজন উপস্থিত ছিলেন।
এ সময় আশপাশের বিভিন্ন এলাকার প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
বক্তব্যে অতিথিবৃন্দ বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আজকে যারা এখানে শীতবস্ত্র পাবেন তারা নিজেরা এটি ব্যবহার করবেন। সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, এর পরে অন্য কোনো স্থানে শীতবস্ত্র বিতরণ হলে আপনারা আজ যারা কম্বল গ্রহণ করবেন তারা নিবেন না। তারা জানাবেন আমরা পেয়েছি। যারা পায়নি তাদের দেওয়ার জন্য বলবেন।