ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে শ্রবণশক্তিহীনদের মাঝে কম্বল বিতরণ

রংপুরে শ্রবণশক্তিহীনদের মাঝে কম্বল বিতরণ

রংপুরে বসবাসকারী একশত শ্রবণশক্তিহীন (বধির) পরিবারের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নগরীর রংপুর সরকারি কলেজ রোডস্থ রংপুর বধির সংঘ কার্যালয়ে জেলা প্রশাসনের একান্ত উদ্যোগে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

“প্রতিবন্ধী মানুষকে সহায়তা করা রাষ্ট্রীয় ও নাগরিক দায়িত্ব” স্লোগানকে সামনে রেখে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া।

অনুষ্ঠানে রংপুর বধির সংঘের সভাপতি ও জেলা চেম্বার অব কমার্সের সদস্য আসাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাব রংপুরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহফুজ আলম প্রিন্স, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বধিররাও মানুষ, তাদের ঠান্ডা নিবারণের জন্য সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতায় তারা যেন পূর্ণ স্বাধীনতার সঙ্গে জীবন ধারণ করতে পারে।

এ সময় রংপুরে বসবাসকারী একশত বধির পরিবারসহ আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

রংপুর,শ্রবণশক্তিহীন,কম্বল বিতরণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত