ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে মিলাদ মাহফিল

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জে মিলাদ মাহফিল

তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা করে সিরাজগঞ্জের চৌহালীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বিএনপির উদ্যোগে মরহুম মোক্তার আলী মোল্লার বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভিপি, বিএনপি নেতা আব্দুল রাজ্জাক মন্ডল, জাহাঙ্গীর আলম সরকার, আ. হাকিম বিএসসি, শহিদ তালুকদার, প্রভাষক শামীম মাহমুদ, ইসমাইল হোসেন জাবিউল্লাহ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জহুরা পারভীন জোসনা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহীদ, রেজাউল করিম মুন্সী, রবিউল বিএসসি, আরমান হোসেন হাবিব, কাদের মোল্লা, আমিরুল ইসলাম সিকদার, সাব্বির মোল্লা, তরফদার ওবায়দুল্লাহ, ক্বারী ময়নুল ইসলাম প্রমুখ।

এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল হামিদ। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়।

সিরাজগঞ্জে মিলাদ মাহফিল,খালেদা জিয়ার মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত