
নীলফামারীতে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’-এর প্রচারণার শোভাযাত্রায় অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় নীলফামারী জেলা প্রশাসনের কার্যালয় হতে বেলুন উড়িয়ে গণভোটের প্রচারণার শোভাযাত্রার উদ্বোধন করেন উপদেষ্টা।
এরপর বিশাল শোভাযাত্রা নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম-সহ সরকারি ও বেসরকারি কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা অংশ নেন।