
দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের বয়লারের টিউব ফেটে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে পুরো কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। কারণ কেন্দ্রের অপর দুটি ইউনিট বন্ধ রয়েছে আগে থেকেই।
রোববার (১৮ জানুয়ারি) রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকালে বিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটের বয়লারের টিউব ফেটে যায়। এতে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এই বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস। বয়লারটি ঠাণ্ডা হওয়ার পর এটির মেরামত কাজ শুরু হবে।
তবে, বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন চালুর ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানাতে না পারলেও নূন্যতম এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান তিনি।
আবা/এসআর/২৫