ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক

ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আ. লীগ নেতা আটক

বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারত যাওয়ার সময় মাদারীপুরের রাজৈর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলামিন মোল্লাকে আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আজ বিকালে তাকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

ভারতে যাওয়ার সময় তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় তাকে আটক করা হয়। সে মাদারীপুর সদর থানার পশ্চিম শ্রীমঙ্গল গ্রামের হারুন অর রশিদ মোল্লার ছেলে। তার পাসপোর্ট নাম্বার (A04263061)।

তার বিরুদ্ধে মামলা রয়েছে। মাদারীপুরের রাজৈর থানার মামলা নং ২৪ তাং ২৪/১১/২০২৪, জি আর নং ২৮০ তাং ২৪/১১/২০২৪, ধারা ১৪৩/৪৪৭/৪৪৮/৪২৭/৩৮০/১১৪/৩৪ ও বিস্ফোরক আইনের মামলা।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্ত্তজা আলী জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আ. লীগ নেতা আটক,বেনাপোল ইমিগ্রেশন,ভারতে যাওয়ার পথে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত