
রংপুর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ নির্বাচন ২০২৬ কে সামনে রেখে সারাদেশে বিজিবির প্রায় ৩৭ হাজারের বেশি সদস্য নিয়োজিত রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ নির্বাচন পরিচালনায় সহযোগিতার জন্য সারাদেশে সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে আমাদের কার্যক্রম পরিচালনা করবো।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর পার্কের মোড়ে বিজিবির চেকপোস্ট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় কমান্ডার বলেন, নির্বাচন ঘিরে বাংলাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় আমাদের বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসারদের সঙ্গে সমন্বয় করে আমাদের কাজ পরিচালনা করবো।
রংপুর সেক্টরের আওতাধীন ৪টি জেলা রয়েছে—রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা। এখানে সিটি কর্পোরেশনসহ ২৭টি উপজেলা রয়েছে, সেখানে আমাদের সেক্টরের কর্মকর্তা ও সৈনিকরা কাজ করবে।
নির্বাচন ঘিরে রংপুরে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আমাদের টিম মোবাইল ও স্ট্রাইকিং হিসেবে নিয়োজিত থাকবে।
শফিকুর রহমান বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আপনারা দেখতে পারছেন, আমাদের তল্লাশি কার্যক্রম শুরু হয়ে গেছে। পাশাপাশি দেশের সীমান্তবর্তী ৪ হাজার ৪২৭ কিলোমিটার বর্ডার এলাকায় আমাদের টহল টিম বাড়ানো হয়েছে।
এছাড়াও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ও আমাদের সহযোগিতায় কুইক অ্যাকশন টিম প্রস্তুত রাখা হয়েছে।
সেক্টর কমান্ডার আরও বলেন, আমরা ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছি, যা ইতোমধ্যে পুলিশের মাঝেও দেখা যাচ্ছে। মোট কথা, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পুরোদমে প্রস্তুত রয়েছি, যাতে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালিত হয়। এবার আমরা নির্বাচনের জন্য আগের চেয়ে প্রচুর পরিমাণ জনবল নিয়োগ করেছি।
বিচ্ছিন্ন ঘটনা প্রসঙ্গে বিজিবির এই কর্মকর্তা বলেন, নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন কোনো ঘটনা এখনো ঘটেনি। তবে লালমনিরহাটে একটি ছোট ঘটনা ঘটলেও তা তাৎক্ষণিকভাবে মোকাবিলা করা হয়েছে। আমরা ইতোমধ্যে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্ত করেছি, সেখানে আমরা নিরাপত্তা বলয় তৈরি করে তা মোকাবিলা করবো। এ সময় বিজিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।