ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হতে পারে: জি. এম কাদের

‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হতে পারে: জি. এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর–৩ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “আমি ‘না ভোট’-এর পক্ষে যে কথা বলেছি, তা বুঝে-শুনেই বলেছি। এর কারণগুলো পরিষ্কারভাবে জনগণের সামনে তুলে ধরেছি। জনগণ বিবেচনা করবেন কোনটা ভালো। সবারই নিজস্ব মতামত আছে। আমার মতামত আমি জোরালোভাবে তুলে ধরেছি। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, “দেশটা সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসবাদের দিকে পরিণত হতে পারে—এটা আমার বিশ্বাস। আমি মানুষের কাছে যুক্তিসহকারে আমার বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। জনগণ যেটা ভালো মনে করবে, সেটাই আমরা মেনে নেব।”

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস. এম ইয়াসির, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সহ-সভাপতি মো. হাসানুজ্জামান নাজিম, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর সহ-সভাপতি জাহেদুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর সভাপতি মো. ফারুক হোসেন মন্ডল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি আলমগীর হোসেন জসিম, জেলা যুব সংহতির সহ-সভাপতি শাহিনুর হক কমেট, আফজাল হোসেন, যুব নেতা মনিরুজ্জামান মিঠু, স্বেচ্ছাসেবক নেতা মহিদুল ইসলাম লুথু, আশেক আলী আশিক, রায়হান, জাতীয় যুব সংহতি রংপুর মহানগর আহ্বায়ক ইউসুফ আহমেদ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব মজাহারুল ইসলাম মন্টু, শ্রমিক নেতা শ্যামল বাবু, এনামুল কবির সমাজ, মাসুদ রানা মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জি. এম কাদের,দেশের মারাত্মক ক্ষতি,‘হ্যাঁ’ ভোট দিলে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত