অনলাইন সংস্করণ
১৪:৫১, ১২ আগস্ট, ২০২৫
চব্বিশের জুলাই-আগস্টে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চেয়েছিলেন সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্না। তার এই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল মন্তব্য করেছেন, 'ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার সুযোগ নেই।'
মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মন্তব্য করেন। শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চেয়ে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার পক্ষে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তার জুনিয়র আইনজীবী নাজনীন আরা।
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য ও জেরা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, এমন সময়ে পলাতক শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল।
উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও শেখ হাসিনা হাজির হননি, অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে। এখন নতুন করে আইনজীবী দেয়ার আইনি সুযোগ নেই।
উল্লেখ্য, গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন তিনি।