ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে প্রসিকিউটর হাসানুল বান্না চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন।

প্রসিকিউটর গাজী তামিম জানান, দীর্ঘদিন ধরে জন্ডিস ও লিভারজনিত রোগে আক্রান্ত প্রসিকিউটর হাসানুল বান্না। নিয়োগের পর কয়েকদিন অফিস করার পরই তার শরীরে এই জটিল রোগ ধরা পড়ে। এরপর থেকেই তিনি ছুটিতে ছিলেন।

চলতি বছরের ১ জানুয়ারি রাজশাহী জজ কোর্টের আইনজীবী হাসানুল বান্নাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,প্রসিকিউটর,হাসানুল বান্না,পদত্যাগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত