ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ইবনে সিনা হাসপাতালে পুলিশ-যুবলীগ বাধার ঘটনা ট্রাইব্যুনালে জানালেন চিকিৎসক

ইবনে সিনা হাসপাতালে পুলিশ-যুবলীগ বাধার ঘটনা ট্রাইব্যুনালে জানালেন চিকিৎসক

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ইবনে সিনার সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসানুল বান্না।

ডা. হাসানুল বান্না বলেন, ১৮ জুলাই দুপুরে হাসপাতালে অসংখ্য আহত রোগী ভর্তি হলে তারা চিকিৎসা শুরু করেন।

সন্ধ্যার পর পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা হাসপাতালে প্রবেশে বাধা দেন এবং রোগী ভর্তি রেজিস্ট্রার চেক করে তালিকা নিয়ে যান। ১৯ জুলাই থেকে যুবলীগ ও আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা হাসপাতালের গেট অবরোধ করে চেয়ার নিয়ে বসে থাকেন, ফলে রোগীরা হাসপাতালে ঢুকতে পারেননি।

তিনি আরও জানান, আহতদের ভিন্ন নাম ও রোগ উল্লেখ করে গোপনে পোস্ট অপারেটিভ, আইসিইউ ও বিশেষ কেবিনে রাখার মাধ্যমে নিরাপদ চিকিৎসা দিয়েছেন। এ সময় একাধিক রোগীকে বিকল্প হাসপাতালে প্রেরণ করা হলেও বাধার কারণে মৃত্যু ঘটে।

ডা. হাসানুল বান্না বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসেবে আশা করি ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার হবে। আমি বিশ্বাস করি তৎকালীন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এই ঘটনার জন্য দায়ী।’

আজ পর্যন্ত মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই সাক্ষ্য গ্রহণ করেন।

চিকিৎসক,ট্রাইব্যুনালে জানালেন,পুলিশ-যুবলীগ বাধার ঘটনা,ইবনে সিনা হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত