ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হত্যা মামলায় রিমান্ডে আনিসুল, গ্রেপ্তার দেখানো হলো এনামুরকে

হত্যা মামলায় রিমান্ডে আনিসুল, গ্রেপ্তার দেখানো হলো এনামুরকে

ঢাকার আশুলিয়ায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে শাকিল আনোয়ার হত্যার ঘটনায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালেই আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ।

শাওন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া আনিসুল হকের সাত দিনের রিমান্ড আবেদন করেন। শাকিল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আনিসুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ড. এনামুরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

শাওন হত্যার অভিযোগে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আশুলিয়া বাইপাইল মোড়ে আসামিদের গুলিতে তার মৃত্যু হয়। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে, সঙ্গে আরও কয়েকশ’ অজ্ঞাতনামা আসামির নাম আছে। শাকিল হত্যার ঘটনায় গত বছরের ৫ আগস্ট আন্দোলনে অংশ নেওয়ার সময় তাকে আঘাত ও গুলি করে হত্যা করা হয়। মামলায় নিহতের স্ত্রী ৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

গত বছরের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়।

ডা. এনামুর রহমানকে চলতি বছরের ২৬ জানুয়ারি ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বর্তমানে উভয় আসামি কারাগারে রয়েছেন।

এনামুর,গ্রেপ্তার দেখানো হলো,রিমান্ডে আনিসুল,হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত