ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

সাম্য হত্যা মামলায় ৭ মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট

সাম্য হত্যা মামলায় ৭ মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা মামলায় ডিবি পুলিশ সাতজন মাদক কারবারির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর আখতার মোর্শেদ জানিয়েছে, ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে মেহেদী হাসান, কবুতর রাব্বি, রিপন, নাহিদ হাসান পাপেল, হৃদয় ইসলাম, হারুন অর রশিদ সোহাগ ও রবিন পূর্বপরিকল্পিতভাবে সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

এই ঘটনার মূল কারণ ছিল, আসামিদের গাঁজা বিক্রি নিয়ে সাম্য ও তার বন্ধুদের বাধা ও তর্ক।

চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ঘটনা ঘটার সময় সাম্য ও তার বন্ধুদের সঙ্গে তর্ক-হাতাহাতিতে পথচারীর একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। একই সময়ে ঘটনাস্থলে থাকা তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার আহত হলেও তদন্তে প্রমাণিত হয়নি যে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

ডিবি পুলিশের তদন্তে জানা গেছে, চার্জশিটভুক্ত সাতজনই সোহরাওয়ার্দী উদ্যানে চিহ্নিত মাদক বিক্রেতা। অপর দিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সুজন সরকার, তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদারের বিরুদ্ধে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।

মামলার চার্জশিট ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়েছে।

চার্জশিট,৭ মাদক কারবারি,সাম্য হত্যা মামলা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত