ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

১৩ সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরা আজ, কড়া নিরাপত্তা

১৩ সেনা কর্মকর্তার ট্রাইব্যুনালে হাজিরা আজ, কড়া নিরাপত্তা

আওয়ামী লীগ সরকারের সময় টিএফআই–জেআইসি সেলে গুম, নির্যাতন ও খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় আজ শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এসব মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর হেফাজতে থাকা ১৩ কর্মকর্তা আজ আদালতে হাজির হবেন।

হাজিরা উপলক্ষে সকালে থেকেই সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবির পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদেরও টহল জোরদার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ভোর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক মোতায়েন চোখে পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হওয়ার কথা।

আদালত প্রাঙ্গণজুড়ে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের বিপুল উপস্থিতি দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

ট্রাইব্যুনাল,সেনা কর্মকর্তা,হাজিরা,নিরাপত্তা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত