অনলাইন সংস্করণ
০৭:২৩, ২৫ নভেম্বর, ২০২৫
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে নিয়ে আগামী বৃহস্পতিবার পূর্ণাঙ্গ আদালত (ফুলকোর্ট) সভা আহ্বান করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ সভার আহ্বান করেছেন।
সোমবার (২৪ নভেম্বর) হাইকোর্ট বিভাগের উপ-রেজিস্ট্রার (প্রশাসন ও বিচারিক) আতীকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সভাটি বৃহস্পতিবার বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে হবে।’
ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
আবা/এসআর/২৫