ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

জোট করলেও দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটভুক্ত রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা নিজেদের দলীয় প্রতীকে নির্বাচন করার বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ বাতিলের আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হাইকোর্টে ববি হাজ্জাজ নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর মহাসচিব মোমিনুল ইসলাম রিটটি দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এনডিএমের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার সাহেদুল আজম সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন বেঞ্চে রিটের শুনানি হতে পারে। জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম রিটের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন।

এর আগে ৩ নভেম্বর সরকার আরপিও সংশোধন অধ্যাদেশ জারি করে, যেখানে বলা হয়—নিবন্ধিত দলগুলো জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজেদের দলীয় প্রতীকে। এর আগে কোনো দল জোটের শরিক হিসেবে অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারত। সংশোধনী অধ্যাদেশের খসড়া ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগত অনুমোদন পায়।

বিএনপি এই বিধানের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল। জোটভুক্ত হতে আগ্রহী ছোট দলগুলোর মধ্যেও এ সিদ্ধান্তে অস্বস্তি তৈরি হয়েছিল। বিষয়টি বাদ দেওয়ার সম্ভাবনা তৈরি হলেও, সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী বিধানটি রেখে অধ্যাদেশ জারি করা হয়।

বিধান,হাইকোর্ট,জোট,প্রতীক,নির্বাচন,নির্বাচন কমিশন,এনডিএম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত