ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি।

গত ২৩ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেন পান্না। পরে এ বিষয়ে শুনানিতে ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে তকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেন।

তবে গত ২৭ নভেম্বর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি শেখ হাসিনার আস্থা নেই বলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন আইনজীবী পান্না। তিনি জানান, যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না; উচিত না, অনৈতিক।

আজ বুধবার এই মামলার শুনানি ছিলো। আগ্রহ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর ফেসবুকে ঘোষণা দিয়ে আদালতে না আসায় জেড আই খান পান্নার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে দ্রুত তাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেন। পরে ১০ মিনিটের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে শেখ হাসিনার পক্ষে লড়বেন না বলে নিঃশর্ত ক্ষমা চান পান্না।

পরে মানবতাবিরোধী অপরাধের ২ মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে আইনজীবী আমীর হোসেনকে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

জেড আই খান পান্না,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল,শেখ হাসিনা,ক্ষমা,স্টেট ডিফেন্স
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত