ঢাকা রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

পেকুয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

পেকুয়ায় আ.লীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন ওরফে মনু (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মে) দিবাগত রাত ২টার দিকে সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনির উদ্দিন স্থানীয় শিলখালী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত কবির আহমদের ছেলে।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে এসআই পল্লব ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে একটি পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।”

ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

আ.লীগ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত