অনলাইন সংস্করণ
১৭:৩২, ২১ সেপ্টেম্বর, ২০২৫
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে বড় ধরনের অগ্রগতি হয়েছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি)-এর অ্যাকাউন্টে থাকা প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করা হয়েছে।
তিনি জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট পেমেন্ট সিস্টেম ব্যবহারের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় সাইবার অপরাধীরা। এর মধ্যে তারা ১০ কোটি ১০ লাখ ডলার সরাতে সক্ষম হয়—যার ২ কোটি ডলার শ্রীলঙ্কায় গেলেও তা উদ্ধার করা হয়েছে; তবে বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের মাধ্যমে দেশটির বিভিন্ন ক্যাসিনোয় চলে যায়।
সিআইডি কর্মকর্তারা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ফিলিপাইন ও বাংলাদেশের আদালতের সহযোগিতায় এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় অর্থ উদ্ধার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো।