অনলাইন সংস্করণ
১৩:১৯, ২৬ ডিসেম্বর, ২০২৫
সারাদেশে শীতের তীব্রতা বেড়েছে, ফলে বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, নতুন আলু ও সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে এসেছে।
বিক্রেতারা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে সবজির সরবরাহও বেড়েছে, যার ফলে দাম কমেছে এবং সামনের দিনগুলোতে আরও কমার সম্ভাবনা রয়েছে।
বাজারে দেখা গেছে, পুরনো পেঁয়াজের দাম এখনও অপরিবর্তিত থাকলেও নতুন মুড়িকাটা পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের কেজি দাম ৭০ থেকে ৭৫ টাকা। গত দু-তিন সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে।
বাজারে মুরগি, ডিম, মাছ ও অন্যান্য মুদিপণ্যের দাম আগের মতোই স্থিতিশীল। বাঁধাকপি এখন প্রতি কেজি ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছে, ফুলকপি ২৫-৩৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শিমের দামও কমেছে; নতুন আসা বিচিওয়ালা শিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, অন্য জাতের শিম ৩০-৪০ টাকায়।
নতুন আলুর দামও প্রতি কেজি ১০০-১২০ টাকা থেকে কমে ২০-২৫ টাকায় নেমেছে। মুলা কেজি ৩০-৪০ টাকায়, বেগুন ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা টমেটোর দাম কমলেও এখনো গ্রাহকের নাগালে আসেনি, প্রতি কেজি ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের দাম কমেছে, পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে।
মুরগির ডিমের দামও কম, প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২৫ টাকায়। ব্রয়লার মুরগির কেজি ১৫৫-১৬৫ টাকায়, সোনালি মুরগি ২৪০-২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দামও স্থিতিশীল; চাষের তেলাপিয়া, পাঙাশ ও কই মাছ ২০০ টাকার মধ্যে, রুই ও কাতলা ৩০০-৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে।