
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে জুনের শেষ সপ্তাহে।
একনজরে এসএসসি ও এইচএসসি ২০২৬ পরীক্ষার সময়সূচি
সূচি পরিবর্তনের কারণ জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে নিয়মিত সূচি থেকে কিছুটা পিছিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এ পরিবর্তন আনা হয়েছে।
সিলেবাস সংক্রান্ত সিদ্ধান্ত ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
এইচএসসি ফরম পূরণ নিয়ে নির্দেশনা এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ নিয়ে বোর্ড জানিয়েছে, আগামী মার্চ মাসের শুরুতে এ কার্যক্রম শুরু হবে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যেই তা শেষ করার পরিকল্পনা রয়েছে।