
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের পক্ষ থেকে নতুন বছরের ক্যালেন্ডার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে (বেরোবিসাস) উপহার দেওয়া হয়েছে। এ সময় ক্যালেন্ডার গ্রহণ করেন বেরোবিসাসের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদ।
বুধবার (১৪ জানুয়ারি) বেরোবিসাসের কার্যালয়ে এ ক্যালেন্ডার প্রদান করা হয়।
ক্যালেন্ডার প্রদানকালে উপস্থিত ছিলেন বেরোবি প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন, সাধারণ সম্পাদক সাকিব সরকার, সহ-সভাপতি কামরুল হাসান কাব্য ও কোষাধ্যক্ষ সাইফুল্লাহ মাসুম।
এ সময় দুই ক্লাবের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সাংবাদিকতায় পেশাদারিত্ব, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে যৌথভাবে কাজ করা জরুরি।
ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রমে গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।