অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এই অভিনেতাকে ধরে নিয়ে আওয়ামী লীগের দোসর বলে স্লোগান দিয়ে রমনা থানা পুলিশের হাতে তুলে দেয় একদল লোক।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যারচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।
এর আগে, অভিনেতা সিদ্দিককে মারধর করে জামাকাপড় ছেঁড়া অবস্থায় টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন একদল যুবক, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিকুরকে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।
আবা/এসআর/২৫