নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে ৫ মে অনুষ্ঠিত হলো বছরের অন্যতম জমকালো ফ্যাশন ইভেন্ট মেট গালা। এবার প্রথমবারের মতো এই আয়োজনে পা রাখলেন বলিউড বাদশা শাহরুখ খান। আর এই প্রথম উপস্থিতিতেই জানালেন—এটাই তার শেষ মেট গালা!
গালার লাল গালিচায় যখন শাহরুখ পা রাখেন, উপস্থিত সবাই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন তার দিকেই। কালো রঙের রাজকীয় স্যুটে ঝলমলে উপস্থিতি—যার কোটটি ছিল তাসমানিয়ান সুপারফাইন উলের তৈরি, শোভা পেয়েছে জাপানিজ হর্ন বোতামে। কালো সিল্কের শার্ট, প্যান্ট, কোমরবন্ধনী এবং সোনা, হীরা, নীলা খচিত গয়নায় নিজের স্টাইল স্টেটমেন্ট স্পষ্ট করেছেন কিং খান।
গালায় সাংবাদিকদের উদ্দেশে পরিচিত হাসি ছুঁড়ে দিয়ে শাহরুখ বলেন, “আমি শাহরুখ।” এরপরই চমকে দেন ভক্তদের—“এটাই আমার শেষ মেট গালা।” তবে কেন এমন সিদ্ধান্ত, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এই গালায় অংশ নেওয়ার পেছনের কারণটিও জানান শাহরুখ। বলেন, “আমার ছোট ছোট বাচ্চারা মেট গালা নিয়ে খুবই উচ্ছ্বসিত। আমি নিজে হয়তো আসতাম না, কিন্তু যখন ওরা বলল, আমি যেন যাই—তখন রাজি হয়ে গেলাম। ওরা বলল, আমাকে এখানে দারুণ মানাবে।”
ভক্তদের কাছে সবসময় সেরাটা দিতে চাওয়া শাহরুখ এদিনও ব্যতিক্রম নন। তার গালার উপস্থিতি যেন ছিল বলিউডের এক অনন্য চিহ্ন, আবারও প্রমাণ করলেন—তিনি একাই একশো।