ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

নায়িকা ফারিণের রক্ত-গোলাপের ‘ইনসাফ’ আসছে ঈদে

নায়িকা ফারিণের রক্ত-গোলাপের ‘ইনসাফ’ আসছে ঈদে

নাটক, ওয়েব কনটেন্ট ও সিরিজে আলো ছড়ানোর পর এবার রূপালি পর্দায় পা রাখতে যাচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো বাণিজ্যিক পূর্ণদৈর্ঘ্য সিনেমায় নায়িকা হিসেবে আসছেন তিনি। নির্মাতা সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ইনসাফ’ নামের এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদে।

রোববার সন্ধ্যায় সিনেমাটির একটি পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় উঠে আসেন ফারিণ। পোস্টারে দেখা যায়, তিনি এক রহস্যময়ী নারী চরিত্রে হাজির হয়েছেন। আবেদনময়ী লুকে খয়েরি রঙের রক্তমাখা পোশাক, পায়ে হাই হিল, মুখে রক্তের ছিটেফোঁটা—সব মিলিয়ে একটি শক্তিশালী চরিত্রের ইঙ্গিত মিলেছে। চারপাশে আহত অবস্থায় পড়ে আছে কয়েকজন মানুষ, কারও হাত, কারও পা দৃশ্যমান।

সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়—ফারিণের এক হাতে রক্তমাখা কুড়াল, আরেক হাতে গোলাপ। সেই পোস্টারের ক্যাপশনেই লেখা হয়, "রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই!"—যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে।

পরিচালক সঞ্জয় সমাদ্দার জানিয়েছেন, ‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। তবে এতে থাকবে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের ছোঁয়া। তার ভাষায়, “গল্পে ইমোশন ঠিক রেখে ঈদের উপযোগী একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করেছি। এর মাধ্যমে বোঝা যাবে—এটা বাংলাদেশেরই গল্প।”

সিনেমাটিতে ‘জাহান’ চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এই চরিত্র দিয়েই তিনি প্রথমবারের মতো মূলধারার বড়পর্দার নায়িকা হচ্ছেন। তার সঙ্গে আরও রয়েছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ আরও অনেকে।

সিনেমার প্রথম পোস্টারেই ভালোবাসা ও ভয়াবহতার এক স্নিগ্ধ ও রক্তাক্ত বার্তা দিয়েছেন ফারিণ। আর সেখান থেকেই দর্শকের মনে বাঁধতে শুরু করেছে নানা প্রশ্ন ও কৌতূহল।

ঈদ,ফারিণ,‘ইনসাফ’
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত