অনলাইন সংস্করণ
১৫:০৩, ০২ নভেম্বর, ২০২৫
নামটি শুনলেই যেন মনে বেজে ওঠে ‘হামকো হামিসে চুরালো’-এর সেই মোহনীয় সুর, আর চোখে ভেসে ওঠে মরুভূমির গোধূলিতে দুই হাত ছড়ানো সেই ‘সিগনেচার পোজ’। বলিউড বাদশাহ শাহরুখ খান—একজন অভিনেতা, যিনি অভিনয় দিয়ে গড়ে তুলেছেন এমন এক সাম্রাজ্য, যা হিন্দি সিনেমার ইতিহাসে অনন্য।
আজ (রোববার) ৬০ বছরে পা রাখলেন এই বিশ্বতারকা। জন্মদিনে তাকে ঘিরে চলছে উৎসবের আমেজ ভারতজুড়ে, আর বাংলাদেশেও অনুরাগীদের উচ্ছ্বাসের কমতি নেই। কারণ শাহরুখ খান শুধু বলিউডের নয়—বাংলাদেশেরও ‘ঘরের মানুষ’।
নব্বইয়ের দশকের শেষভাগে কিংবা ২০০০ সালের শুরুতে বাংলাদেশের মফস্বল শহরগুলোতে যখন কেবল নেটওয়ার্কের (ডিস) যুগ শুরু হয়, তখনই হিন্দি সিনেমার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হয় বাঙালির। আর সেই স্রোতের কেন্দ্রে ছিলেন শাহরুখ খান। তার রোম্যান্টিক চোখ, সাবলীল সংলাপ আর ভায়োলিন হাতে সেই মায়াবী ভঙ্গি—সব মিলিয়ে দর্শক যেন তাকে আপনজন বানিয়ে ফেলেছিল।
দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তখন প্রচারিত হতো শাহরুখ অভিনীত সিনেমার গান—‘হামকো হামিসে চুরালো’, ‘সুরাজ হুয়া মাধম’, ‘লাড়কি হ্যায় আল্লাহ’, ‘বলো চুরিয়া’। এসব গান একসময় পরিচিত ছিল ‘বেস্ট অফ শাহরুখ খান’ নামে।
শুধু টেলিভিশনে নয়, তার প্রভাব ছড়িয়ে পড়েছিল জীবনযাপনের নানা খুঁটিনাটিতে। পাড়ার ক্যাসেটের দোকানে পাওয়া যেত শাহরুখের ছবি ছাপানো ভিসিআর টেপ, অডিও ক্যাসেট কিংবা ভিডিও সিডি। এমনকি স্থানীয়ভাবে তৈরি খেলনা গাড়িতেও দেখা যেত তার হাসিমাখা মুখের স্টিকার।
তখনকার সময়ের শিশুদের মুখে প্রশ্ন জাগত—“তুমি শাহরুখ খানের গাড়িটা নেবে?” এই সহজ বাক্যগুলোই প্রমাণ করত, কিং খান তখন শুধু পর্দার নায়ক নন, হয়ে উঠেছেন এক সাংস্কৃতিক প্রতীক। বাংলাদেশের ছোট শহরের সেলুনগুলোতেও তার প্রভাব পড়েছিল দারুণভাবে। বহু জায়গায় এখনো দেয়ালে ঝুলে আছে শাহরুখ খানের ছবি। অনেকে তার মতো হেয়ারস্টাইল করে চুল কাটতেন—‘দিল তো পাগল হ্যায়’ বা ‘কাল হো না হো’-এর লুকে অনুপ্রাণিত হয়ে। অর্থাৎ সেই সময়ের স্থানীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সারও ছিলেন শাহরুখ খান।
আরব সাগরের পারে বসে হয়তো শাহরুখ খান জানেন না, হাজার হাজার মাইল দূরে বাংলাদেশের অজপাড়াগাঁয়ের সেলুনে আজও তার ছবির দিকে তাকিয়ে চুল ছাঁটে কোনো কিশোর। কিংবা পাড়ার খেলনা গাড়িতে তার হাসিমুখ এখনও কারো শৈশব স্মৃতির অংশ। তিনি একদিন এসেছিলেন, মুগ্ধ করেছিলেন—কিন্তু তিনি চলে যাওয়ার পরও থেকে গেছেন মানুষের ভালোবাসায়।
আজ ৬০ বছরে পা রাখা শাহরুখ খান হয়তো গ্লোবাল আইকন, কিন্তু বাংলাদেশের হৃদয়ে তিনি এখনো সেই চেনা ‘ঘরের মানুষ’।