অনলাইন সংস্করণ
১২:৫৪, ০২ ডিসেম্বর, ২০২৫
বিভিন্ন অনুষ্ঠানে রুচিশীল শাড়ি এবং ঐতিহ্যবাহী সাজে নজর কেড়েছে পরীমণি। এবার সোশ্যাল মিডিয়ায় শাড়ি নিয়ে এক ভিন্নধর্মী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঝড় তুলেছেন। অনেকেই ধারণা করছেন দেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এমন উদ্যোগ অভিনেত্রীর। ভক্ত ও অনুসারীদেরও এই চ্যালেঞ্জে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে পরী লিখেছেন, ‘আজ থেকে আগামী ৩০ দিন শাড়ি পরার চ্যালেঞ্জ আসো মনুরা।’ এরপর বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, ‘যে ফেল করবা সে সিলেট ঘুরতে নিয়ে যাবা।’ এই ঘোষণার পরপরই তার ভক্ত মহলে শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই তার চ্যালেঞ্জ গ্রহণ করে মন্তব্য করেছেন। ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি একজন সফল উদ্যোক্তা হিসেবেও পরিচিতি পেয়েছেন। নারী ও শিশুদের জন্য প্রতিষ্ঠিত করেছেন ফ্যাশন ব্র্যান্ড ‘বডি’।