অনলাইন সংস্করণ
১৬:২৪, ২৭ জানুয়ারি, ২০২৬
বর্তমান সময়ে শোবিজ তারকাদের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং ও ট্রোলিং। এতদিন নীরব থাকলেও এবার বিষয়টি নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে চরিত্র হননের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সম্প্রতি বুবলী বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় যে হারে বুলিং ও ট্রোলিং বাড়ছে, তা এখন অসহনীয় পর্যায়ে চলে গেছে। সাংবাদিক ভাই-বোন থেকে শুরু করে আমার অনেক সহকর্মীও আমাকে বারবার বলেছেন আইনি ব্যবস্থা নিতে। এতদিন বিষয়গুলো এড়িয়ে চলতাম, কিন্তু চুপ থাকলেই মানুষ মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পায়।’ ভিউ ও ডলার আয়ের অসুস্থ প্রতিযোগিতাকে দায়ী করে এই অভিনেত্রী বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়ায় ‘ভিউ’ মানেই ব্যবসা, ডলার ইনকাম। নেগেটিভিটি ছড়ালে বা মিথ্যা গুজব রটালে ভিউ বেশি পাওয়া যায়, তাই পজিটিভ কিছু তারা বলতে চায় না। এআই প্রযুক্তি ব্যবহার করে আজেবাজে ভিডিও বানিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’ সবচেয়ে অবাক করার মতো বিষয় হিসেবে বুবলী উল্লেখ করেছেন নারীদের দ্বারা নারীদের আক্রমণের বিষয়টি। তিনি আক্ষেপ করে বলেন, ‘আমার কাছে খুব দুঃখ লাগে যে, বর্তমানে মেয়েরাই মেয়েদের সবচেয়ে বেশি ট্রোল করে।’ বিদেশে বসে দেশের শিল্পীদের হেয়প্রতিপন্ন করার বিষয়টিও বুবলীর নজরে এসেছে। তিনি মনে করেন, শিল্পীদের ছোট করা মানে দেশকে ছোট করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই বাংলাদেশের প্রচলিত সাইবার ক্রাইম আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবার দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন এই তারকা।