
রাজশাহীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এ কর্মশালায় ৬৮টি কেন্দ্রের মোট ৭৫ জন প্রিজাইডিং অফিসার অংশগ্রহণ করেন।
কর্মশালায় রাজশাহী জেলা প্রশাসক ও রিটানিং অফিসার আফিয়া আখতার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, রাজশাহীর সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া সহকারী কমিশনার ভূমি শিবু দাশ, পুঠিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন অনিম, পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান-সহ অনেকে উপস্থিত ছিলেন।