অনলাইন সংস্করণ
২১:২১, ২৪ সেপ্টেম্বর, ২০২২
আলোক হেলথ কেয়ার লি. এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. লোকমান হোসেন এর সামাজিক ও জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতায় ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের জন্য আলোক হাসপাতাল লি. মিরপুর০৬, ঢাকা-১২১৬ এবং আলোক ফাউন্ডেশন হাসপাতাল, ঘাটাইল, টাঙ্গাইল এ ফ্রি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
যে সকল প্লাস্টিক সার্জন অপারেশন করবেন:
অধ্যাপকডা. মুহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্লাস্টিক সার্জারিবিভাগ, শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
অধ্যাপক ডা. হাসিনা বেগম, অধ্যাপক, অ্যানেস্থেসিয়া বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
ডা. এ এম জিয়াউল হক, সহকারী অধ্যাপক, এনআইসিভিডি।স্থান: আলোকহাসপাতাললি. মিরপুর ০৬, ঢাকা-১২১৬ তারিখ: ২৫ ও ২৬ সেপ্টেম্বর, ২০২২ রোজ: রবিবার ও সোমবার সময়: সকাল ০৮ টা - দুপুর ০২টা
স্থান: আলোকফাউন্ডেশনহাসপাতাল, ঘাটাইল, টাঙ্গাইল। তারিখ: ১২ও১৩অক্টোবর, ২০২২ রোজ: বুধবারওবৃহস্পতিবার সময়: সকাল০৮টা - দুপুর০২টা