ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল বিশ্ব হার্ট দিবস (২৯ সেপ্টেম্বর) উপলক্ষ্যে হেলথ ক্যাম্পে সকল পরীক্ষা নিরীক্ষা ৩৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, ২৯ সেপ্টেম্বর সারাদেশে পালিত হবে বিশ্ব হার্ট দিবস। বিশেষ এ দিবসে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কার্ডিওভাসকুলার ডিজিজ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করতে যাচ্ছে ফ্রি হেলথ ক্যাম্প। ক্যাম্পে আসা রেজিস্ট্রেশনকৃত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের ফ্রি কনসালটেশন পাবেন। একইসঙ্গে থাকছে সকল টেস্টের ওপর ৩৫ শতাংশ ছাড়।
সারা বিশ্বে হৃদরোগের কারণে বছরে প্রায় এক কোটি ৭০ লাখ লোক মারা যায়। উন্নত আড়ম্বরপূর্ণ জীবনযাত্রা, অস্বাস্থ্যকর জীবনাভ্যাস, অসচেতনতা এসব কারণে হৃদরোগ শুধু বড়দের নয়, এখন তরুন এমনকি শিশুদের মধ্যেও এ রোগের প্রভাব দেখা যায়। হেলথ ক্যাম্পে রুগী দেখবেন অধ্যাপক ডাঃ নাসির উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ), ডাঃ এস. এম মামুনুর রহমান, ডাঃ আশরাফুল হক সিয়াম, ডাঃ এম এ হাসনাত ডাঃ শরদিন্দু শেখর রায়, অধ্যাপক ডাঃ রানা মোকাররম হোসেন, ডাঃ মোহনা জামান ও ডাঃ সানিয়া হক। বিস্তারিত জানা যাবে ১০৬৬৭ নাম্বারে।
বিশ্ব হার্ট দিবসকে সামনে রেখে- হৃদরোগে কারা উচ্চ ঝুঁকিতে আছেন, এক্ষেত্রে মানুষ সাধারণত কী ধরণের ভুল করে থাকে, কখন সার্জারির প্রয়োজন হয়, হৃদরোগের সচেতনতায় কী করণীয় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ পেতে https://umchltd.com/packages/view/9 ভিজিট করতে পারেন।