ঢাকা শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

ফোন চার্জে রাখার ভুল! আপনার জানাটা জরুরি

ফোন চার্জে রাখার ভুল! আপনার জানাটা জরুরি

রাতে ঘুমাতে যাওয়ার আগে স্মার্টফোনটি চার্জে লাগিয়ে বালিশের পাশে বা কাছাকাছি রেখে দেওয়া অনেকেরই অভ্যাস। কেউ আবার চার্জে থাকা অবস্থায় ফোনে ভিডিও দেখা বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে করতে ঘুমিয়ে পড়েন। তবে দীর্ঘদিন ধরেই এই অভ্যাস কতটা নিরাপদ, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে, সারারাত ফোন চার্জে রেখে দিলে স্মার্টফোনের ব্যাটারির স্থায়িত্ব ধীরে ধীরে কমে যায়। এর পাশাপাশি শোবার ঘরে, বিশেষ করে বালিশের পাশে ফোন চার্জ দেওয়া নিরাপত্তার দিক থেকেও ঝুঁকিপূর্ণ হতে পারে।

বালিশের নিচে ফোন রাখার ঝুঁকি কেন : বর্তমান স্মার্টফোনে তাপ নিয়ন্ত্রণের নানা ব্যবস্থা থাকলেও, ফোন যদি বালিশের নিচে বা নরম কাপড়ের ওপর রাখা হয়, তাহলে ভেতরের তাপ ঠিকমতো বের হতে পারে না। চার্জে থাকা অবস্থায় এই তাপ আরও বেড়ে যায়। ফলে ফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার পাশাপাশি আগুন লাগার মতো বিপজ্জনক পরিস্থিতিও তৈরি হতে পারে।

এ কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ফোন চার্জ দেওয়ার সময় এমন জায়গা বেছে নেওয়া উচিত, যেখানে বাতাস চলাচল সহজ হয়। যেমন- সমতল টেবিল, ডেস্ক বা শক্ত কোনো পৃষ্ঠ, যেখানে ফোনের চারপাশে পর্যাপ্ত বাতাস পৌঁছাতে পারে।

ঘুমের ওপর প্রভাব : শুধু নিরাপত্তার বিষয় নয়, শোবার ঘরে ফোন কাছাকাছি থাকলে ঘুমের মানও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ফোনে থাকা বিভিন্ন অ্যাপ, গেম কিংবা নোটিফিকেশন মনোযোগ বারবার ভেঙে দেয়। এতে মস্তিষ্ক বুঝতে পারে না কখন বিশ্রামের সময় আর কখন সক্রিয় থাকার সময়।

বিশেষ করে ফোন যদি বালিশের পাশে থাকে, তাহলে ঘুমানোর আগে সেটি ব্যবহার না করা অনেকের পক্ষেই কঠিন হয়ে পড়ে। গবেষণায় দেখা গেছে, ঘুমানোর ঠিক আগে স্মার্টফোনের নীল আলোতে বেশি সময় কাটালে ঘুম আসতে দেরি হয় এবং স্বাভাবিক ঘুমের চক্র ব্যাহত হয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, ভালো ও নিরাপদ ঘুমের জন্য ঘুমানোর কিছু সময় আগে সব ধরনের স্ক্রিন ব্যবহার বন্ধ রাখা এবং ফোন চার্জের সময় সেটিকে বিছানা থেকে দূরে রাখা সবচেয়ে ভালো।

স্মার্টফোন,চার্জ,ভুল,জরুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত