ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩২ | বেটা ভার্সন

২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

২৫ জানুয়ারি নোয়াখালী যাচ্ছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি নোয়াখালী সফর করতে পারেন। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. শাহজাহান।

তিনি জানান, ২৪ ও ২৫ জানুয়ারি চট্টগ্রাম বিভাগ সফরের সূচি রয়েছে তারেক রহমানের। এরই অংশ হিসেবে একদিন নোয়াখালীতে অবস্থানের সম্ভাবনা বেশি, যেখানে ভুলু স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে নিরাপত্তা বাহিনী সিএসএফ মাঠ পরিদর্শন করেছে।

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে নোয়াখালীতে ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনসভা সফল করতে কাজ করছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগে সিলেট সফরের মাধ্যমে তারেক রহমান প্রচার কার্যক্রম শুরু করবেন। দেশে ফেরার পর এটি হবে ঢাকার বাইরে তার প্রথম সফর।

বিএনপির নেতারা বলছেন, নোয়াখালীতে তারেক রহমানের আগমন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আসন্ন নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলবে।

নোয়াখালী,তারেক রহমান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত