আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। পরিস্থিনি নিয়ন্ত্রণে নিরাপত্তাবাহিনী বল প্রয়োগ করলে এক কুকি যুবক নিহত হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালালে কমপক্ষে ২৭ জন নিরাপত্তাকর্মী গুরুতর আহত হয়েছে।
শনিবার সকাল থেকে মণিপুরে রাস্তাঘাট ‘সচল’ করার প্রয়াসে নামে পুলিশ ও সেনার যৌথ দল। তবে সারাদিনেও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি।
এ সময় মণিপুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় এক কুকি বিক্ষোভকারীর। শনিবার সারাদিনে রাজ্য জুড়ে পৃথক হামলার ঘটনায় আহত হয়েছেন ২৭ জন নিরাপত্তাকর্মী।
এর পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অনির্দিষ্টকালের জন্য হরতালের ডাক দিয়েছে কুকিদের সংগঠন। সকালে রাজধানী ইম্ফল থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় যান চলাচল রুখতে পথ অবরোধ করেছিলেন কুকি জনগোষ্ঠীর কিছু নারী।
তাদের ছত্রভঙ্গ করে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ শুরু করে। ছোড়া হয় কাঁদানে গ্যাস। তাতে বেশ কয়েক জন বিক্ষোভকারী আহত হন।
বিক্ষোভকারীরা পাল্টা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। কয়েকটি গাড়িতে আগুনও লাগিয়ে দেন তারা। তখনই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক তরুণের।
মণিপুর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ওই ঘটনায় নিরাপত্তাবাহিনীর অন্তত ২৭ জন কর্মীও আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
আবা/এসআর/২৫